বিভিন্ন কৃষি পণ্যের চাহিদা এবং যোগান নিরূপণ, মজুত এবং মূল্যপরিস্থিতি বিশ্লেষণ, নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের দামপ্রবণতাঅনুমান/অভিক্ষেপ করা, এবং এতদসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা এবং প্রচার করা;
বাজারের পরিকাঠামো বর্ধন এবং খামারে উৎপাদিত কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থায় সহায়তল প্রদাণের মাধ্যমে একটি দক্ষ বিপণন ব্যবস্থা গড়ে তোলা;
কৃষি পণ্যের গুনগত মান নিরীক্ষণকরা;
উৎপাদকদের নিয়ে কৃষি বিপণন গোষ্ঠী গঠন এবং উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে ভোক্তারকার্যকরী সংযোগ স্থাপনে সহায়তা প্রদাণ করা;